Facebook এর ফেক একাউন্ট কে করুন বিদায়! ফেক একাউন্ট চেনার দুইটি প্রধান পদ্ধতি ভিডিও টিউটোরিয়ালে!!!


আমি মুনতাসির আপনাদের অতি পরিচিত ফেসবুক গুরু এবার আপনাদের জন্য প্রথমবারের মত আয়োজন করেছি ভিডিও টিউটোরিয়ালের। এবং হয়তো ভবিষ্যতেও চেষ্টা করবো সোশ্যাল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করবো। আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
আজকের টিউটোরিয়াল এর মূল বিষয় হচ্ছে FakeAccount detection Method বা ফেইক একাউন্ট চিহ্নিতকরণ পদ্ধতিবর্তমান সময়ে ফেসবুকের ব্যবহারকারীদের মাঝে ফেক একাউন্ট আতংক অনেক গুন বেড়ে গেছে। ফেইক একাউন্ট কোন ভাইরাসের থেকেও কম কিছু নয়। ভাইরাস যেমন ব্যবহারকারীর দুর্বলতাকে কাজে লাগিয়ে তার ক্ষতি করে তেমনই ক্ষতি করতে সক্ষম একটি ফেইক একাউন্ট।
আসুন আমরা জানার চেষ্টা করি, কেন এই ফেইক একাউন্ট। এধরনের ফেইক একাউন্ট যে বা যারা তৈরী করে তাদের মূল লক্ষ্য কি?
১ . বন্ধুদের সাথে মজা করার জন্য বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য।
২. ফেসবুকের বিভিন্ন পেজ এর মার্কেটিং বা কোন পন্য বা সেবার মার্কেটিং এর জন্য।
৩. প্রতারণার উদ্দেশ্যে। যেমন অর্থ আত্বসাৎ বা যৌণ আক্রমন হতে পারে।
৪. কোন পোষ্ট এ লাইক বাড়ানোর জন্য। বর্তমানে ফেইসবুক এ বিভিন্ন ফটো কন্টেস্ট বা পোষ্ট কন্টেস্ট লক্ষ্য করা যায় যা অনেকটাই Individual Like নির্ভর অর্থাৎ যে পোষ্ট বা ছবি যত বেশি লাইক পাবে সেটার নির্বাচনের সম্ভাবনা ততই বেড়ে যাবে। আর এ জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যাবহৃত হয় ফেইক একাউন্ট। 

 
ফেইক আইডি চিহ্নিত করার জন্য দুই ধরনের উপায় রয়েছে

প্রথমটি হলো, তার ইনফো এবং এক্টিভিটি চেক করা।
দ্বিতীয়টি হলো, তার ছবি বিশ্লেষন করা।

আসুন দেখি প্রথমটির ক্ষেত্রে কিভাবে ফেইক আউডি বের করবো।

মেয়ের Fake প্রোফাইল এর ক্ষেত্রে:

  • হাজারের মতো ফ্রেন্ডস এবং বেশির ভাগ ই ছেলে ফ্রেন্ডস
  • প্রোফাইল পিকচার ছাড়া ফটো খুব ই কম তার উপর প্রোফাইল পিকচার ও ঘুরে ফিরে একটা অথবা দুইটা
  • ওয়াল এক্টিভিটি খুবই কম। স্ট্যাটাস সিমীত এবং স্ট্যাটাস এ কেউ কমেন্ট করলে তার রিপ্লাই এর % কম অথবা রিপ্লাই দেয় না বললেই চলেতার ওয়ালে অন্যের ট্যাগ করা পোষ্টে এ ভরা থাকবে এবং স্বাভাবিক ভাবেই সেখানেও তার কোন এক্টিভিটি থাকবেনা।


ছেলের Fake প্রোফাইল এর ক্ষেত্রে:

  • হাজারের কাছাকাছি ফ্রেন্ড এবং বেশিরভাগই বিদেশী 
  • প্রোফাইলে মেয়ে ফ্রেন্ড এর আধিক্য বেশী 
  •  নিজ শহরের বা এলাকার ফ্রেন্ড খুবই কম থাকবে। 
  •  তাছাড়া ওয়াল এক্টিভিটি তুলনামূলক কম থাকবে।
   ২য় পদ্ধতি সম্পর্কে জানতে দেখে নিন এই ভিডিও টিউটোরিয়াল টি।

 


সবাই ভালো থাকুন। শুভ হোক আপনার ফেসবুকিং !! :D

Post টি পছন্দ হলে লাইক দিন এই পেইজ টিতে>> 

মাইরি বলচি দাদা, কোলকাতার আতিথেয়তার তুলনা হয়না!!!

Share on Google Plus

About Muntasir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 মন্তব্য(গুলি) :

  1. ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। আমি অনেক দিন ধরে এই রকমের একটি পোষ্ট খুঁজছিলাম। আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। এর আগেও একটা টিপস্ পেয়েছিলাম। এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে> http://muktomoncho.com/archives/1082


    উত্তরমুছুন

Pages

copyright by@ muntasironline. Blogger দ্বারা পরিচালিত.

Blog Archive