আমি এখন আপনাদের যে সফটওয়ার টির সন্ধান দেব তা শুধু Fantastic না বরং Fantabulas (Fantastic+ Marvelous) !
বিগত টিউনে লুৎফর রহমান যে Add on টি আমাদের সাথে শেয়ার করেছিলেন তাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এড অনস টি দিয়ে সর্ব্বোচ্চ ২০ টি ছবি নামানো যায়। কিন্তু আমার এই সফটওয়ার টি আনলিমিটেড! নিচে বিস্তারিত ছবি সহ:::
০০১. প্রথমে সফটওয়ার টি ডাউনলোড করুন > এখান থেকে অথবা ডাউনলোডের মূল সাইট থেকে
০০২. ডাউনলোডের পর unzip করুন এবং Software open করে Login করুন।
০০৩. ফেসবুক পেইজে গিয়ে Allow বাটন চাপুন।
০০৪. Allow করে Page টি Close করুন এবং সফটওয়ারে ফিরে গিয়ে Done বাটন চাপুন।
০০৫. এখানে আপনি আপনার নিজের ছবি, ট্যাগ করা ছবি, আপনার নিজের এলবাম, আপনার বন্ধুদের এলবাম সহজেই ডাইনলোড করতে পারবেন।
০০৬. যে কোন একজন এর নাম এর উপর ক্লিক করুন।
০০৭.এখানে আপনার পছন্দের বন্ধু, যার এলবাম নামাতে চান তার এলবাম লিস্ট পাবেন।
০০৮. Download Album এ ক্লিক করার পর কোথায় Save করবেন তার একটি বক্স পাবেন। স্থান select করুন।
০০৯.সবশেষে Download Complete box এ Ok করে বের হয়ে আসুন। যেখানে সেভ করেছিলেন সেখানে যান।
এভাবে আপনি চাইলে পুনরায় একই ব্যাক্তির অথবা অন্য কোন বন্ধুর এলবাম নামাতে পারেন যত খুশী যতবার খুশী।
ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি Wall এ লিখুন।
এরকম আরো কিছু Tune করেছেন :
Blogger Comment
Facebook Comment